ইতালির ভেনিসে নরসিংদী প্রবাসীদের আয়োজনে দোয়া মাহফিল
ইতালি প্রতিনিধি : ইতালির ভেনিসে বসবাসকারী নরসিংদী প্রবাসীদের উদ্যোগে প্রবাসে নরসিংদীর কয়েকজন প্রবাসী মৃত্যুবরণ করেন। এছাড়াও দেশে অনেক প্রবাসীর আত্মীয় স্বজন দেড় মৃত্যুবরণকারীদেড় রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ মাগরিব ভেনিসের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে নরসিংদী ফাউন্ডেশন ভেনিসের নেতৃবৃন্দরা ছাড়াও নরসিংদীর অনেক প্রবাসী অংশগ্রহণ করেন এবং এই আয়োজনে সহযোগিতা করেন। দোয়া মাহফিলের পূর্বে মৃত্যুর পরে আমাদের পরিবারের কি কি করণীয় সহ ইসলামের গুরুত্ব পূর্ণ কিছু আলোচনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।
দোয়া মাহফিলে বিশেষ করে নরসিংদী জেলার ভেনিসের জাহাজ নির্মাণ শিল্পে কর্মরত মরহুম ইসলাম মিয়া , কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম হুমায়ুন কবির এবং হুমায়ুন চৌধুরীর স্ত্রী ও শিহাবের মাতা সহ সকলের স্মরণে প্রবাসে ও দেশে সকল প্রবাসীদের পরিবারের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
নরসিংদীবাসীর দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন নরসিংদীর প্রবীণ কমিউনিটি নেতা বিল্লাল হাসাইন,মোস্তাক আহমেদ ,রায়হান প্রদান ,সুমন সরকার ,আমজাদ হোসেন ,হুমায়ুন চৌধুরী ,আক্তার মিয়া ,গোলাপ মোল্লা ,ওহিদুজ্জামান ও উজ্জ্বল মিয়া।
দোয়া মাহফিলে উপস্থিত ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত হওয়াতে নরসিংদী বাঁশির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
পরিশেষে উপস্থিত সকল মুসল্লিদের তোবারক আপ্পায়নের মধ্য দিয়ে দোয়া মাহফিল সম্পন্ন হয়।