মাদারীপুর জেলা সমিতির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

মোহাম্মদ শহিদ মিয়া : ইতালি মদেনা শহরে মাদারীপুর জেলা সমিতির উদ্ধোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় মদেনা শহরের একটি হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে মদেনায় বসবাসকারী মাদারীপুর জেলার উপস্থিত শতাধিক প্রবাসীদের ফুল দিয়ে বরণ করেন সমিতির দায়িত্বীল নেতৃবৃন্দরা।
মাদারীপুর জেলা সমিতির সভাপতি জাহিদ মুন্সির সভাপতিত্বে মোহাম্মদ মিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরিফ মোল্লা পরে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে পরিচিতি পর্ব শুরু হয়।
মাদারীপুর জেলা সমিতির সভাপতি জাহিদ মুন্সি ও সহ সভাপতি সাইদুর রহমান বলেন মাদারীপুর সমিতি প্রবাসীদের সুখে দুখে সবার পাশে থাকবে সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই,সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মান্নান হোসাইন কাজী যুগ্ম সম্পাদক নিরব মোল্লা বলেন মদেনা শহরে নতুন যারা আসছেন তাঁদের সার্বিক সহযোগীতার জন্য যে কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার আমরা প্রবাসীরা একে অন্যর পাশে থাকার জন্য আমরা এই সমিতি গঠন করেছি সবার সহযোগীতা প্রত্যাশা করি-এসময় আরও বক্তব্য রাখেন - প্রধান উপদেষ্টা কিবরিয়া কাজী, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা,কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন হালদার,
সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টাবৃন্দ, সদস্য দুলাল খালাসী আবিদ তালুকদার, নাইম হাওলাদার,সহ শতাধিক মাদারীপুর জেলার প্রবাসীরা।
সভায় আগত সম্মানিত সদস্যদের জন্য আপ্যায়নের ব্যবস্হা করেন সভাপতি সম্পাদক সহ সমিতির দায়িত্ব থাকা সদস্যরা।