কোয়ারেন্টাইন না মানায় বেলজিয়ামের রাজপুত্রকে ১০ লাখ টাকা জরিমানা
টানা ১৪ দিনের কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করায় বেলজিয়ামের রাজপুত্র জোয়াকিমকে ১০হাজার ৪০০ইউরো তথা ৯লাখ ৯৫হাজার ৫৯ টাকা জ’রিমানা করেছে স্পেন।
এই জরিমানার বিরুদ্ধে আপিল করার ১৫ দিনের সময় পাবেন তিনি। তবে দ্রুত জরিমানা পরিশোধ করলে পাবেন ৫০ শতাংশ ছাড়।
অবশ্য জরিমানা মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন রাজপুত্র। তিনি বলেছেন, এমন কঠিন সময়ে আমি আইন ভাঙতে চাইনি। অসম্মান করতে চাইনি কাউকে। আমি যেটা
করেছি সেটার জন্য অত্যন্ত অনুতপ্ত। পাশাপাশি আমাকে করা জরিমানার বিষয়টিও মেনে নিচ্ছি।
গেল ২৪ মে ইন্টার্নশিপের উদ্দেশে বেলজিয়াম থেকে স্পেনে যান জোয়াকিম। নিয়ম অনুযায়ী তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত ছিল। কিন্তু তিনি সেটা না করে
দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। সেখানে গিয়ে ক্ষান্ত হননি তিনি। যোগ দেন ২৭ জনের একটি পার্টিতে। যেখানে লকডাউনের সময় ১৫ জনের অধিকের পার্টি স’ম্পূর্ণ নিষিদ্ধ। বিপত্তি বাধে এর চারদিন পরে।
বেলজিয়ামের ২৮ বছর বয়সী এ রাজপুত্র ৩০ মে করোনা আক্রান্ত হন। তখন পুলিশ হন্নে হয়ে খুঁজতে শুরু করে বাকি ২৬ জনকে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের খুঁজে বের করেছেও। তাদেরও জরিমানা করেছে। পাঠিয়েছে কোয়ারেন্টাইনে।
বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম স্পেনের সুন্দরী ভিক্টোরিয়া ওর্টিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সে কারণে বেশিরভাগ সময় তিনি স্পেনেই অবস্থান করে থাকেন। মূলত তারসঙ্গে দেখা করতেই দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। তার প্রেয়সী যে সেখানেই বসবাস করে।