বার্সেলোনায় আওয়ামীলীগ এর ৪৫তম জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বার্সেলোনা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে ১৫ই আগস্ট রোজ শনিবার বিকাল ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনাকরেন হাফেজ মাওলানা মুহিবুর রহমান। এতে বিপুল সংখ্যক বার্সেলোনা আওয়ামি লীগে নেতাকর্মী ,ব্যবসায়ী ও অন্যান্য সামাজিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট এর সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া সমাপ্তি করেন।
দ্বিতীয় পর্বে, নুরেজামাল খোকন এর সভাপতিত্বে ও ময়নুল আবেদীন এর সঞ্চালনায় আলোচনা সভাশুরু হয়।মাদ্রিদ থেকে স্পেন আওয়ামি লীগের সম্মানিত সভাপতি এ এস আই আর রবিন ও স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই আর রবিন বলেন , ঐক্যের কোন বিকল্প নেই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। শোককে শক্তিতে পরিনত করে দেশ ও জাতির সেবা কাজে আত্মনিয়োগ করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে এই হোক ৪৫তম শোক দিবসে অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ দুলাল, মিজানুর রহমান, আবু তালেব আল মামুন লাভু, খাদিজা আক্তার মনিকা, এস এম নজরুল ইসলাম।বক্তব্য রাখেন মিজানুর রহমান, এস এম নজরুল ইসলাম, মির্জা সালাম, খাদিজা আক্তার মনিকা,শাহাব রহমান, নাজমা জামান, জাসমিন বেগম, নুরে আলম টুকন, মঞ্জুরুল হাসান শুভ, ইদ্রিস হাওলাদার, মতিউর রহমান মতি প্রমুখ।বক্তাগণ,১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বার্সেলোনা আওয়ামী লীগ এর নতুন কমিটির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তাগণ আরো বলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বিদেশের মাটিতে অবস্থান করছে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে বিচার কার্যকর করার জোর দাবি জানান।