স্পেনে বিধ্বংসী বন্যা: ক্ষয়ক্ষতি ২০০০ কোটি ডলারেরও বেশি
ইউরোপের দেশ স্পেনে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব স্পেন’।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ অক্টোবর স্পেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল বন্যার কবলে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতগ্রস্ত হয়েছে ভ্যালেন্সিয়া প্রদেশ। অর্থনীতিবিদদের অনুমান, বিধ্বংসী বন্যায় আর্থিক খাতে ক্ষতির পরিমাণ প্রায় ২০.৫ বিলিয়ন ইউরো (২১.৬ বিলিয়ন ডলার।) সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ সরাসরি বন্যায় আক্রান্ত হয়েছে।ব্যাক অব স্পেনের গভর্নর হোসে লুইস এসক্রিভা বলেছেন, আর্থিক খাতে বিপর্যয়ের মোট ক্ষতি স্প্যানিশ ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণের ১.৮ শতাংশের সমান।
গভর্নর জানান, ২১.৬ বিলিয়ন ডলারের মধ্যে ১৪.২ বিলিয়ন ডলার বাড়িঘর এবং ৭.৪ বিলিয়ন ডলার ব্যবসায়িক ক্ষতি। বন্যার পানিতে ভেজা বা ক্ষতিগ্রস্ত ব্যাংকনোট পুনরুদ্ধার করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ২২ হাজার ৭০০টি জমাকৃত ব্যাংকনোটের মূল্য ৭ লাখ ৬০ হাজার ১০০ ডলার।তিনি উল্লেখ করেন, বন্যাকবলিত অঞ্চলে ৯ শতাংশ এটিএম পরিষেবার বাইরে ছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৯৮টি ব্যাংকের মধ্যে ৩৭টি এখনও বন্ধ রয়েছে। বন্যার শুরুতে নগদ উত্তোলনের বিশৃঙ্খলার পরে ক্রেডিট কার্ডের ব্যবহার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।ব্যাংকটি উল্লেখ করেছে, বন্যার ফলে চতুর্থ ত্রৈমাসিকে স্পেনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ০.২ পয়েন্ট পতনের সম্ভাবনা রয়েছে।
স্বায়ত্তশাসিত ভ্যালেন্সিয়ান সম্প্রদায়ের সরকার শুধুমাত্র তার অঞ্চলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে ৩৩.১ বিলিয়ন ডলার সাহায্যের অনুরোধ করেছে। স্পেনের কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত দুটি প্যাকেজে মোট ১৪.৭ বিলিয়ন ডলার সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে।
স্পেনে ২৯ অক্টোবর থেকে বন্যায় প্রাণহানির সংখ্যা ২২৬ জনে পৌঁছেছে। এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি