স্পেনে আল আমান মাদ্রাসায় বাংলা বই ও ইউনিফর্ম বিতরণ
বকুল খান, স্পেন : মাদ্রিদে সানক্লিষ্টবাল এলাকায় আল আমান একাডেমি মাদ্রাসার কোমলমতি শিশু কিশোরদের মাঝে বাংলা বই ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে |গত রোববার বাংলাদেশী পরিচালনারধিন আলা আমান মাদ্রাসার নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় | গ্রীষ্মকালীন ছুটিতে কোমলমতি শিশুদেরকে কুরআন পাঠের পাশাপাশি বাংলা শিক্ষা প্রদানের লক্ষে এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয় | প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী উৎসব মুখর পরিবেশে দিনটি পার করেছে |নতুন বই আর ইউনিফর্মের আনন্দে মশগুল সময় কাটায় শিক্ষার্থীরা|অনুষ্ঠানে প্রথম পর্ব ছিলো কোরআন তেলাওয়াত এবং আলোচনা অনুষ্ঠান |মাদ্রাসা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমিনুর রশিদ রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে মাদ্রাসা কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল কাইউম সেলিম ও বিশেষ অতিথি কমিটির সদস্য বদরুল কামালি |একাডেমির পক্ষ থেকে বক্তব্য রাখেন,
প্রধান শিক্ষক আল আমান একাডেমী(মাদ্রাসা)ইমাম ও খতীব আল আমান জামে মসজিদ,মাওলানা মিজবা উদ্দিন
শিক্ষক আল আমান একাডেমী (মাদ্রাসা)হাফিজ মাওলানা মাসুদ আহমেদ নাদী, শিক্ষক আল আমান একাডেমী (মাদ্রাসা)হাফেজ সাদিকুর রহমান, অভিভাবক সদস্য ও কমিউনিটি ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন, জাকির হোসেন, জাহেদ আহমেদ, সাইফুল আমিন, আলী হোসেন, কমিউনিটি নেতা সামছুল আলম,হেলাল আহমেদ,সামীম আহমেদ,রিপন আহমেদ প্রমুখ |অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আমিনুর রশিদ রাজু বলেন, কমিউনিটির ধর্মপ্রাণ মহতি মানুষের দানে, এই মাদ্রাসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি |তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন |অনুষ্ঠানের সভাপতি আব্দুল সালাম জানান কোমলমতি বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা প্রসারে এ প্রতিষ্ঠান আলো ছড়াবে,তিনি অভিভাবক স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন | কমিটির সদস্য বদরুল কামালী বলেন, নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় আলোকিত করতে এই মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে |প্রধান অতিথি আব্দুল কাইয়ুম সেলিম তার বক্তৃতায় জানান প্রবাসে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা খুবই দুরূহ একটি ব্যাপার, এ প্রতিষ্ঠান কে টিকে রাখতে সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যেতে হবে |