ছাত্র-ছাত্রীদের হত্যা ও নির্যাতন এর প্রতিবাদে সমাবেশ করেছে স্পেন বিএনপি
২২শে জুলাই মাদ্রিদের জিরো পয়েন্টে এ সমাবেশে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশ ও স্পেনের বিভিন্ন শহর কাতালুনিয়া,আলিকান্তে শহর থেকে সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী |দুপুরের প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে প্রবাসী নারী পুরুষ ও ছাত্রছাত্রীরা এতে অংশ নেন |
ব্যানার ফেস্টুন, প্ল্যাকার্ড সহ সমাবেশস্থলে হাজির হয়ে নানারকম স্লোগান দেন|অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন |
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র অন্যতম সদস্য গাজী মনির | ঐদিন রাতে বিএনপির সকল নেতা কর্মীদেরকে নিয়ে এক প্রতিবাদ , সভা স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল এর যৌথ স্বাগত বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল |
আরও বক্তব্য রাখেন,হেমায়েত খান, মনোয়ার পাশা, মিল্টন ভুইয়া কচি, আবু জাফর রাসেল, সোহেল আহমেদ সমছু,শহিদুল ইসলাম,জেন্স সিপার, আসাদ আলী, কাজি জসিম প্রমুখ |সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর আওয়ামী লীগের নেককারজনক, ঘৃণিত হামলা