টেসকো তার ৫৮৫ মিলিয়ন পাউন্ড বিজনেস রেট সরকারকে ফেরত দিচ্ছে

যুক্তরাজ্যের বৃহত্তম সুপার মার্কেট চেইন টেসকো ঘোষণা করেছে , করোনা ভাইরাস মহামারী চলাকালীন সময় সরকারের দেওয়া ৫৮৫ মিলিয়ন পাউন্ড বিজনেস রেট সরকারকে পুনরায় পরিশোধ করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রতিষ্ঠানটি বলছে ,মোট কতো পরিমাণ অর্থ ফেরত দিতে হবে তার জন্য যুক্তরাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন তারা। রিয়েল এস্টেট এর উপদেষ্টা আলটাস সরকারের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বলছে, বিজনেস রেইজ রিলিফের প্রতি ৬ পাউন্ড এর মধ্যে ১ পাউন্ড 'বিগ ফোর' চেইন কোম্পানীকে দেওয়া হয়েছিল। যার মধ্যে সেইনসবারি প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড , আসদা ২৯৭ মিলিয়ন পাউন্ড , মরিসনকে ২৭৯ মিলিয়ন পাউন্ড এবং লিডলকে ১০০ মিলিয়ন পাউন্ড প্রদান করা হয়েছিল।
সাম্প্রতিক প্রকাশিত পরিখংখ্যানে দেখা যায় মার্চ মাসে শুরু করে টেসকোর প্রায় ২৯ শতাংশ লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে।