দীর্ঘ লকডাউনের পর আবারও শিথীলতার দিকে যাচ্ছে অস্ট্রিয়া
আগামীকাল সোমবার থেকে দীর্ঘ দিনের লকডাউনের পর আবারও শিথিলতার দিকে যাচ্ছে অস্ট্রিয়া।
অস্ট্রিয়ার সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ এক সংবা সম্মেলনে কাল ৮ ফেব্রুয়ারি থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও দোকানপাট খোলার ঘোষণা দিয়েছেন। তবে রেস্টুরেন্ট ও পর্যটন খোলার ব্যাপারে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবেন।
অন্যদিকে হেয়ারড্রেসার পরিষেবা প্রদানকারীদের ক্ষেত্রে কঠোর শর্তে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। ২০ বর্গমিটারে সর্বোচ্চ একজন গ্রাহক ৪৮ ঘণ্টা পুরনো নয় করোনার নেগেটিভ সনদ প্রদর্শন করে সেবা গ্রহন করতে পারবেন। কাল থেকে ফার্মেসিতে ও বিনামূল্যে করোনা পরীক্ষা সেবা চালু করা হয়েছে। এবং বিধিনিষেধ সাপেক্ষে সকল মসজিদে ইবাদতের জন্য পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে।
তাছাড়া অস্ট্রিয়ার সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আজ সকালের তথ্য অনুযায়ী এই পর্যন্ত অস্ট্রিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৪৫ জন। ও করোনায় মৃত্যু বরণ করেছেন ৮ হাজার ১২ জন।