যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৭৮ জন, আক্রান্ত ১০ হাজার ৬৪১ জন

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কমেছে তবে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৭৮ জন প্রান হারিয়েছেন। গতকাল মারা গেছেন ২১৫। শনিবার ছিলো ৪৪৫ জন। দেশটিতে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৫৮ জন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৪১ জন। গতকাল ছিলো ৯ হাজার ৮৩৪ জন। শনিবার ছিলো ১০ হাজার ৪০৬ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২৬ হাজার ১৫১ জন।
এদিকে, এখন পর্যন্ত করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৮৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৩২৫ জন।