জীবনযাত্রার ব্যয়ের জন্য আরও সহায়তা প্রদানের আশ্বাস লিজ ট্রাসের

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলে মানুষের জীবনযাত্রার ব্যয়ের জন্য আরও সহায়তা প্রদান করবেন বলে ইঙ্গিত দিয়েছেণ ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। সংবাদ মাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে আজ।
এদিকে মানুষের জীবনযাত্রার ব্যয়ের জন্য সরকার কি সহায়তা প্রদান করবে সে পরিকল্পনাগুলো প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছে বিরুধী দল লেবার পার্টি।
তবে রবিবার দ্য সান-এর সাথে এক সাক্ষাত্কারে, পররাষ্ট্র সচিব লিজ ট্রাস বলেছেন প্রতিটি সরকারকে "মানুষের জন্য সাশ্রয়ী জীবন নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। আগামী দিনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি য্ক্তুরাজ্যের স্মল বিজনেস গুলো কে সহযোগীতা করার ইঙ্গিত দিয়েছেন। জীবনযাত্রার ব্যয় সম্পর্কে মিস ট্রাসের পূর্ববর্তী প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে এনার্জী বিলের উপর থেকে ১৫০ পাউন্ড গ্রিন লেভি অপসারণ এবং জাতীয় বীমা বৃদ্ধিকে বাতিল করা।
এদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার দৌড়ে লিজ ট্রাসের অন্যতম প্রধান প্রতিদন্ধি সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে রিশি সুনাক টেক্স কাট,বেতন বৃদ্ধি, সহ নানা গুরুত্বপূর্ন বিষয়ে পরিবর্তণ আনবেন বলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। উল্লেখ্য আগামী ৬ সেপ্টেমবরই জানা যাবে রিশি সুনাক নাকি লিজ ট্রাস হচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।