যুক্তরাজ্যের ডিটেনসন সেন্টারে ডিপথেরিয়ায় এক অভিবাসীর মৃত্যু

যুক্তরাজ্যের কেন্টের ম্যানস্টন ডিটেশন সেন্টারে আটক একজন অভিবাসীর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে ঐ মৃত্যু ডিপথেরিয়ার কারণে হতে পারে। সাত দিন আগে একটি ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করে ছিলেন তিনি।
তারপর গত ১৯ নভেম্বর হাসপাতালে মারা যান ওই ব্যক্তি। অত্যধিক ভিড় এবং রোগের প্রাদুর্ভাবের রিপোর্টের পরে কেন্দ্রটি থেকে গত সপ্তাহে লোকদের থেকে সড়িয়ে নেয়া হয়েছিল।হোম অফিসের একজন মুখপাত্রের মতে, হাসপাতালের পরীক্ষাগুলি নির্দেশ করে "ডিপথেরিয়া অসুস্থতার কারণ হতে পারে"।
স্থানীয় হাসপাতাল দ্বারা প্রক্রিয়াকৃত প্রাথমিক পরীক্ষাগুলি নেতিবাচক ছিল এবং হোম অফিস জানিয়েছিল,তেমন প্রমান ছিল না যে লোকটি একটি সংক্রামক রোগে মারা গিয়েছিল। কিন্তু ডিপথেরিয়ার জন্য একটি ফলো-আপ পিসিআর পরীক্ষা পরে ইতিবাচক ফলাফল দিয়েছে।
ডিপথেরিয়া হল একটি অত্যন্ত সংক্রামক সংক্রমণ যা নাক, গলাকে প্রভাবিত করে এবং কখনও কখনও ত্বকে আলসার সৃষ্টি করে। এনএইচএস ওয়েবসাইট অনুসারে, এটি কাশি এবং হাঁচি বা সংক্রামিত কারও সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, চলতি বছর ১০ নভেম্বর পর্যন্ত ইংল্যান্ডে আশ্রয়প্রার্থীদের মধ্যে ৩৯টি ডিপথেরিয়া মামলা শনাক্ত করা হয়েছে।