স্পেনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের বিশাল মাহফিল
বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনে উদ্যোগে বাইতুল মোকাররম জামে মসজিদে গতকাল বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে|বাংলাদেশী অধ্যুষিত এলাকায় সর্ববৃহৎ এই মসজিদে নানা দেশি ও পেশার মুসল্লিগন এ ইফতার মাহফিলে যোগদান করেন । স্পেনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল কাশেম ,গোলাম কিবরিয়া,বাহারুল আলম ,আবুল হোসেন ,সংগঠনের সভাপতি আবুল কাশেম মুকুল ,সাধারণ সম্পাদক রাজু ব্যাপারী ডালিম ,সহ-সভাপতি দিদারুল আলম দিদার,সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ ।
অতিথি ছিলেন দূতাবাসের শ্রম উইং প্রথম সচিব মুতাসিমুল ইসলাম, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন ,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনেরঅতিথি ছিলেন দূতাবাসের শ্রম উইং প্রথম সচিব মুতাসিমুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির সভাপতি একরামুজ্জামান কিরণ ,ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম মাসুদ ,ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী সহ কমিউনিটির আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন |
বক্তারা বলেন ,ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ ও কল্যাণকর আর ইফতার আমাদের জন্য বরকতময়। ইফতার বিষয়টি আমাদের সকলকে একত্রিত করে। প্রবাস জীবনে পরিবার থেকে দূরে থেকে আমাদের সকলকেই প্রায় সময় একা একা ইফতার করতে হয়। পরিবারের অনুপস্থিতি এ মাসে সকলে মিলে একসাথে সম্প্রীতি এবং সৌহার্দের মিলন ঘটায় এরকম ইফতার মাহফিল |ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন শেখ আলী ।