স্পেন বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল
স্পেন বিএনপির উদ্যোগে গতকাল মাদ্রিদের আনারকলি রেস্টুরেন্টে বিপুল সংখ্যক বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং আবু জাফর রাসেল ও বিল্লাল হোসেন শাকিল এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সোহেল আহমেদ সামসু, মাফুজুল্লাহ খোকন, আকবর শেঠ, আব্দুল মতিন, বাবুল খান, আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম, সিপার আহমেদ, মুহিব উল্লাহ প্রমূখ।উপস্থিত ছিলেন, সৈয়দ নাসিম, আব্দুল মোতালেব, জাকিরুল ইসলাম ,আসাদ আলী প্রমুখ। বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বাক স্বাধীনতা ও গণতন্ত্র পুনর্বার করেছিলেন। তাঁর স্বাধীনতা ঘোষণা, দুঃসাহসিক অভিযাত্রায় বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছিলেন, যা ইতিহাস হয়ে থাকবে। যুগে যুগে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে তিনি প্রেরণা হয়ে থাকবেন।
পরে জামাল উদ্দিন মনির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন ।