কর্মী সম্মেলনে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পোর্তো বিএনপি
মোহাম্মদ জহিরুল হক - পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটির মত বিনিময় সভা ও কর্মী সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সম্প্রতি সংবাদ সম্মেলন করেছে পোর্তো শাখা বিএনপি। পর্তুগাল সেন্ট্রাল বিএনপির কমিটি গঠন নিয়ে দলীয় নেতা–কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ সভা-সমাবেশ ডাকলে অপর পক্ষ তাতে বাধার সৃষ্টি করছে। দলের অভ্যন্তরীণ বিরোধের জেরে সম্প্রতি হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন -গত ৬ জুন শনিবার পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির কর্মী সম্মেলনে পোর্তো বিএনপির নেতাকর্মীদের অবহিত না করে বহিরাগতদের নিয়ে তারা কর্মী সম্মেলন করেন। এই সময় পোর্তো শহরের স্থানীয় নেতাকর্মীরা সভাস্থলে প্রবেশ করার চেষ্টা করলে তাদের বাঁধা দেয়া হয় ।
পোর্তো বিএনপি যাদের নেতৃত্বে এতকাল সুসংগঠিত ছিল তাদের রেখে দলে প্রভাব বিস্তারের জন্য বহিরাগত সমর্থকদের দিয়ে সেদিন পোর্তো বিএনপির কমিটি গঠন করতে চেয়েছিলেন। সেটি টের পেয়ে পোর্তো বিএনপি এর প্রতিবাদ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক 'আনোয়ার হোসেন খোকন' এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 'তারেক রহমান'র দৃস্টি আকর্ষন করেন। বিষয়টি কেন্দ্রীয় ভাবে ঘটনার সাথে জড়িতদের দলের গঠনতত্ত্ব অনুযায়ী শাস্তির দাবি জানান ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পোর্তো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি 'মামুন হাজারী এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক সভাপতি মির্জা কামাল হারুন।