ব্রিটেন জুড়ে দাঙ্গায় সহিংসতায় জড়িত একাধিক ব্যক্তিকে কারাদন্ড; ডানপন্থি বিক্ষোভকারীদের বিরুপ মন্তব্য করে লেবার কাউন্সিলর গ্রেপ্তার
যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উগ্র ডানপন্থীদের কয়েক দিনের সহিংসতার বিরোধিতা করে ৭ আগস্ট হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। গত ২৯ জুলাই তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গুজবকে কেন্দ্র করে গত কয়েক দিন ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তাকেন্দ্রে হামলা হয়। এর বিরোধিতা করে ৭ আগস্ট সন্ধ্যায় বিপুলসংখ্যক বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারী লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল ও নিউক্যাসলের রাস্তায় বিক্ষোভ করেন। এদিকে দাঙ্গায় সহিংস ঘটনায় জড়িত অভিযোগে অনেকেই কারাদন্ড দিয়েছে আদালত।
লিভারপুলে সহিংস বিশৃঙ্খলা এবং আক্রমণাত্মক অস্ত্র রাখার জন্য ৬৯ বছর বয়সী উইলিয়াম নেলসন মরগানকে দুই বছর আট মাসের কারাদন্ড দেয়া হয়েছে। একই মেয়াদে শাস্তি দেয়া হয়েছে সাউথপোর্টে সহিংসতায় জড়িত থাকার অভিযুক্ত ৪৩ বছর বয়সী জন ও 'ম্যালিকেও। সারা দেশে সন্দেহভাজনদের আদালতে হাজির হওয়া অব্যাহত