দোয়ারাবাজারে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম মাঠে টহলে
মোঃ আবু বকর :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপূরসহ বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম টহলে রয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমের দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার শওকত জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা দেশের জন্য পুলিশকে সহযোগিতা করছি।
এসময় দোয়ারাবাজার থানার ওসি তদন্ত শামস উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সাথে ছিলেন। এবং সাধারণ মানুষের দোকানপাট, ঘরবাড়ি, ভাঙচুর, অগ্নিসংযোগ, সকল কিছু থেকে বিরত থাকতে আহ্বান জানান।