মুখ খুলেছেন সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান
মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য : মুখ খুলেছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার যুক্তরাজ্য সময় দুপুরে তাঁর ফেসবুক পেজে লাইভে আসেন সদ্য সাবেক এই মেয়র। লাইভে সিলেট সিটিতে আ.লীগ নেতাকর্মীদের ওপর হামলা, মামলা নির্যাতেনর বিষয়টি তোলে ধরেন। এসময় তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুসকে আফগানিস্থানের হামিদ কারজাই’র সঙ্গে তুলনা করেন। বাংলাদেশে আ.লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট লন্ডনে ফিরে যান আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্য আ.লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন। ফেসবুক লাইভে আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ করে বলেন, এক কলমের খোঁচায় নির্বাচিত সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বাদ দিয়ে স্বৈরাচারি মনোভাব প্রকাশ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নাম্বারের বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে, এরা গণতন্ত্রে, উন্নয়নে বিশ্বাস করে না। আ.লীগ নেতা ও মন্ত্রীদের ওপর কোর্টে হামলা ও অপমান করা হয়েছে। এটা কোন সভ্য জাতি, সভ্য মানুষ মানতে পারে না। তিনি অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, কেউ হত্যা, নির্যাতন, জুলুম করে কেউ ঠিকে থাকতে পারবে না। জুলুম অত্যচারের বিরুদ্ধে এখন প্রতিবাদের সময় এসেছে, প্রবাসীদেরও প্রতিবাদ করতে হবে। এসব নির্যাতনের বিচার এক সময় হবে। আমরা যখন মরবো প্রতিবাদ করেই মরবো। বাংলাদেশ থেকে আ.লীগ পালাবে না, আ.লীগকে মুছে দেয়া যাবে না, আ.লীগের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছিল। তিনি দলীয় নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, সিলেটের মানুষ আমাকে নির্বাচিত করেছিল, স্বল্প সময়ে কিছুই করেত পারে নি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সিলেটের মাটির জন্য, পূণ্য ভূমির জন্য সারা জীবন কাজ করে যাব। তিনি অভিযোগ করে বলেন, আমাকে হত্যা করতে চেয়েছিল। আমার ওপরে হত্যাসহ বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি তো সিলেটর অন্যান্য দলসহ কারও প্রতি কোন অন্যায় করেনি। আমি সবাইকে নিয়ে চলতে চেষ্টা করেছি। ৫ আগস্ট আমাদের সিলেটের এমপি শফিকুর রহমান চৌধুরী, শফিউল আলম নাদেল, রনজিত সরকার, আ.লীগ নেতা মাসুক উদ্দিন, জাকির হোসেন, নাসির উদ্দিনসহ অসংখ্য নেতাকর্মীর ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এখন ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিচ্ছে, নির্যাতন করছে। যুক্তরাজ্য আ.লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী ১৭ আগস্ট সিলেট থেকে লন্ডনে এসেছেন। আমাদের সঙ্গে উনার সাক্ষাৎও হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী গেল বছরের ২১ জুন সিলেট সিটি কর্পোরশেনরে মেয়র হিসেবে নির্বাচিত হন।