সুদের হার আরো কমার প্রত্যাশা ব্যক্ত ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরের
ধীরে ধীরে সুদের হার এখন হ্রাসের পথে। ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর বলেছেন, ঋণের ব্যয় ৫ পার্সেন্ট রাখা হয়েছে। অ্যান্ড্রু বেইলি বলেছেন, মুদ্রাস্ফীতির হার অনেক কমেছে। তবে তিনি সুদের হার আরও কমানোর আগে ব্যাংককে আরও প্রমাণ দেখার কথা জানিয়েছেন। গত মাসে মুদ্রাস্ফীতির হার ২.২ শতাংশে থাকা সত্তেও ব্যাংকের লক্ষ্যমাত্রার তুলনায় দাম কিছুটা দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুদের হার ধরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন যে নভেম্বরে ব্যাংক আরও সুদের হার কমাবে। এ বছর আরও দুটি সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুদের হার ধরে রাখার সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রত্যাশিতই ছিল। ২০২০ সালে মহামারী শুরুর পর আগস্টে প্রথম ৫.২৫ পার্সেন্ট থেকে সুদের হার কমানো হয়। ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নও বেইলি বলেছেন তিনি সামনে সুদের হার আরো কমার ব্যাপারে আশাবাদী। তবে তিনি বলেন, মুদ্রাস্ফীতির হার যেন কম থাকে, তা অত্যান্ত গুরুত্বপূর্ণ। আর এই কারনে খুব দ্রুত বা খুব বেশি যেন সুদের হার কাটা না হয় সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন গভর্নর। মূল সুদের হার হাই স্ট্রিট ব্যাঙ্ক এবং অন্যান্য ঋণদাতাদের দ্বারা নির্ধারিত হার নির্ধারণ করে।