কলগঞ্জের মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী আটক
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আসিদ আলীকে আটক করেছে র্যাব ৯ ।
সোমবার (৪ নভেম্বর) রাত ৯ টার দিকে কামুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান শ্রীমঙ্গল র্যাব-৯ আসিদ আলীকে আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা রয়েছে।