মৌসুমের প্রথম তুষারপাত দেখলো যুক্তরাজ্য
শীত মৌসুমের প্রথম তুষারপাত আজ উপভোগ করেছে যুক্তরাজ্যবাসী। দেশের বিভিন্ন অংশে আজ ভারী তুষারপাত হয়েছে। আর এ সময়টা দারুন উপভোগ করেছে শিশু কিশোর,সাধারন মানুষ সহ বিভিন্ন প্রানিরা।
এছাড়াও তুষারপাতের ফলে যুক্তরাজ্য জুড়ে প্রায় ২০০টি স্কুল বন্ধ হয়ে গেছে। আবহাওয়া পূর্বাভাসকারীরা, আরও তুষার ও বরফ পড়ার সতর্কবার্তা দিয়েছেন।
এদিকে ওয়েলসের পাওইস, রেক্সহ্যাম এবং ফ্লিন্টশায়ার এলাকার প্রায় ১৩০টি স্কুলের পাশাপাশি ওয়েস্ট মিডল্যান্ডসের প্রায় ৫০টি এবং ডার্বিশায়ারের ১৯টি স্কুল আবহাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবারের তুষারপাতের পর, রাতভর ফ্রিজিং তাপমাত্রার ফলে বুধবার রাস্তা এবং ফুটপাথ গুলো বরফে আচ্ছাদিত হয়ে যেতে পারে বলে জানিয়েছে, বিবিসি ওয়েদার ফোরকাস্ট।
অন্যদিকে উত্তর স্কটল্যান্ডে বুধবার সকাল পর্যন্ত হলুদ সতর্কতার অধীনে রয়েছে। হলুদ সতর্কতার অর্থ হল আবহাওয়ার কারণে ভ্রমণে কিছুটা ব্যাঘাত ঘটবে এবং বরফের মাটিতে পিছলে যাওয়ার এবং পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের উত্তরে আগামীকাল পর্যন্ত শীতের বৃষ্টিপাতের সাথে রাতারাতি বরফ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এমন আবহাওয়ায় সবাইকে কিছুটা সতকর্তা অবলম্বন করে চলাফেরা করতে বলা হয়েছে।