কমলগঞ্জে গ্রাম ভিত্তিক ডিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাম ভিত্তিক ডিডিপি পুরুষ ও মহিলা (মনিপুরী) সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর আয়োজনে আদমপুরের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬৩ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান কর হয়।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার,
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জায়েদ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার প্রমুখ।
প্রশিক্ষণে উপস্থিত গ্রাম প্রতিরক্ষা বাহীনির ৬৩জন সদস্যদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানো, মাদক উদ্ধার, বাল্য বিবাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য,, গত ২৯ ডিসেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।