ইতালিতে প্রবাসীদের সেবাদান প্রতিষ্ঠান সিএসএন কাফ-এর থিয়েনে শাখার উদ্বোধন

ইসমাইল হোসেন স্বপন : ইতালির থিয়েনে সিএসএন বাংলার (CSN BANGLA) নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ইতালিতে প্রবাসীদের জন্য বিভিন্ন বিষয়ে সেবাদান প্রতিষ্ঠান সিএসএন বাংলা থিয়েনে শাখার উদ্বোধন হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার পলাশ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিএসএন ইতালি শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল কাফি , মার্কেটিং ডিরেক্টর সার ফারাজ দীন, সিএসএন ট্রাভেলের সিইও তাপস ঘোষ এবং সিএসএন থিয়েনে শাখার কর্ণধার শাহেদ চৌধুরী।
এসময় প্রবাসী বাংলাদেশি ইমরান, ফয়েজ, সুজাত মিয়া, রিওন, এমডি রনি, উজ্বল, রুবেল, আলাউদ্দিন, আবির, থাবির, জিহাদ মান্নাসহ ইতালিয়ান নাগরিকও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশির বসবাস। কিন্তু ইতালিয়ান ভাষা সংক্রান্ত জটিলতার কারণে অনেকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। আর প্রবাসী বাংলাদেশিদের ভাষা, আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সেবায় কাজ করে যাচ্ছে সিএসএন বাংলা কাফ।