বিশ্বনাথে ৪ লক্ষ ৩৬ হাজার টাকার বৃত্তি দিল দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে দৌলতপুর ইউনিয়নের ১৩২ শিক্ষার্থীকে ৪ লক্ষ ৩৬ হাজার টাকার ৭ম মেধা বৃত্তি বিতরণ করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৭ টি মাদ্রাসা ও ৩ উচ্চ মাধ্যমিক এবং কলেজের ১৩২ গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক মো. হাসিন উজ্জমান নুরু। বক্তব্যে তিনি বলেন, শিক্ষাসহ আর্তমানবতার সেবার পাশাপাশি ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। তিনি বলেন, দৌলতপুর ইউনিয়নে কোন মেধাবী বা গরীব শিক্ষার্থীর টাকার অভাবে পড়ালেখা বন্ধ হবে না।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি ও দশপাইকা অনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ইসি মেম্বার মো. খলিল উদ্দিন, যুক্তরাজ্য কাউন্সিলর আব্দুল মালিক, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রবাসী সাংবাদিক রহমত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, ট্রাস্টের ইসি মেম্বার মো. ফারুক আহমদ, ট্রাস্টি আব্দুল মুমিন বাবুল, ট্রাস্টি মো. মোন্তাকিম উজ্জামান আজিম। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক ও সিংগেরকাছ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাস্টের বিডি কমিটির সদস্য ও দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মূল আলী রাজু, স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেন, ট্রাস্টের সাবেক সহ-সধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার, শিক্ষর্থা ছালেহা জন্নাত মারিয়া। এরআগে মানপত্র পাঠ করেন লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।