দিরাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/img_0523.jpg?itok=wf5Hblg3×tamp=1739193867)
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাওসার মিয়া নামের একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সে দিরাই পৌর সদরের দোওজ গ্রামের আবুল কালামের ছেলে ও দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। রোববার রাত ১টার দিকে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দিরাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের পৌর ভবন সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এ অভিযান হয়েছে।নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কাওসার কয়েকজন কর্মী নিয়ে নাশকতার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। তবে তাদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি