কমলগঞ্জের মুন্সীবাজারে খিরনী ছড়া খনন : কৃষকরা জমি আবাদে সুবিধা বাড়বে

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের কুদালিছড়া-ডুপাবিল খাল খনন কাজ সমাপ্ত হয়েছে। এই খাল খননের ফলে কয়েক গ্রামের কৃষকরা বোরো ফসল আবাদ করতে পারবেন।
সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে এ কাজগুলো করা হয়েছে। খিরনী ছড়ায় ১২৫৮ মিটার দৈর্ঘ্য খালের খনন গত ডিসেম্বর মাসে শুরু হয়। ৩১ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে ছামী ট্রেডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ পায়।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নিয়মিত তদারকির মাধ্যমে খনন কাজ সমাপ্ত হয়েছে।
খিরনী ছড়া খননের ফলে কমলগঞ্জ উপজেলার বনবিষ্ণুপুর, রামেশ্বরপুরসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা সহজেই কৃষিকাজ করতে পারবেন। পানির জন্য আর অসুবিধায় পড়তে হবে না। বন্যা হলে সহজেই জমি থেকে পানি দ্রুত নামবে। এছাড়াও ছড়ার দু'পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষ লাগানো হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান এনটিভিকে জানান, খিরনি ছড়া খননের এই এলাকার কৃষকরা ব্যাপাকভাবে কৃষিকাজ করতে পারবেন। ছড়ায় পানি থাকায় বোরো ক্ষেতও করতে পারবেন।