নরসিংদীতে খানকা শরীফে হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

দিরাই প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় গাউসে হক দরবার শরীফের খানকা শরীফে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) দুপুরে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের দক্ষিণ সুড়িয়ারপাড় গ্রামে এই মানববন্ধন আয়োজন করেন ভক্ত, মুরিদান ও আশেকানবৃন্দ। তারা জানিয়েছেন, গত ৩১ মার্চ রাতের আঁধারে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রীনগর এলাকায় অবস্থিত গাউসে হক দরবার শরীফের খানকা শরীফ ও গুদাম ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে ৫০ বছর আগে প্রতিষ্ঠিত খানকা শরীফ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দেশের সকল মাজার ও খানকা শরীফের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আবেদন করেন। মানববন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্ত খানকা শরীফ পুনঃ নির্মাণ ও হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন। এতে গ্রামের মুরুব্বি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ব্যবসায়ী আশিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইলিয়াছ মিয়া, মিরাশ আলী, আলমগীর হোসেন, মাসুদ রানা, ইসমাইল মিয়া সহ আরও অনেকে। মানববন্ধনে শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন।