কমলগঞ্জের শমশেরনগরে শুদ্ধপ্রাণ বাংলাদেশ এর আয়োজনে নববর্ষ, ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা আড্ডা

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাংলা নববর্ষ, ঈদ পুনর্মিলনী, শাহ ইয়াছিন-মফিজ উদ্দিন-হাবিবা কাইউম স্মৃতি স্মরণ সভা ও নববর্ষের প্রকাশনা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত পহেলা বৈশাখ সোমবার রাত ৮ঘটিকার সময় শমশেরনগর ভাই ভাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এক জমজমাট আনন্দ আড্ডার আয়োজন করা হয়। এতে পর্যায়ক্রমিক আড্ডাপতির দায়িত্ব পালন করেন শুদ্ধপ্রাণ বাংলাদেশ এর সংগঠক প্রধান কবি শহীদ সাগ্নিক শপই, কেন্দ্রিয় সদস্য চিত্তরঞ্জন দেবনাথ ও শমশেরনগর শাখার সভাপতি মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে আসন অলংকৃত করেন শাহ ইয়াছিন ইউটিউব চ্যানেল এর চেয়ারম্যান কবি প্রভাষক জাহিদুল ইসলাম সানি। বিশেষ আলোচক হিসেবে আড্ডায় সম্পৃক্ত ছিলেন গণশিল্পী অমলেশ শর্মা, ডা. মৃগেন চক্রবর্তী, হাজি তোয়াহিদ মিয়া, মো. জহিরউদ্দিন, কবি রূপক মোহিন, ম. মুমিনুর রহমান, মো. দেলওয়ার হোসেন, মদন প্রসাদ সাহা, মিজানুল হক স্বপন, কবি হোসেন জোবায়ের, ডা, শিব্বির আহমেদ, মো. লিটন আনোয়ার, কবি সুফিয়ান সৌরভ, মেহেদি হাসান, মহিউদ্দিন খান শাহান, আব্দুস শহীদ ও আব্দুল হাফিজ প্রমুখ।
আড্ডার এক পর্যায়ে কবি শহীদ সাগ্নিক শপই এর সদ্য প্রকাশিত কাব্য পুস্তিকা (শপই মিয়ার ভাবগীতিকা ও সিলটি পদাবলি”' ও গীতিকবি মরহুম আনোয়ার ফকির এর 'নিশি রাতের ফুল’' কাব্য পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব ও সমাজচিন্তক মো. হুমায়ুন রশিদ এবং শাহ মফিজ উদ্দিন মাজার উন্নয়ন কমিটির সভাপতি হাজি মো. ইউসুফ আলী পির। অনুষ্ঠানে মরমি সংগীত পরিবেশন করেন মাহমুদ ফকির, মদন বাউল, রহমান ভান্ডারী, মজম সরকার, আক্কল পির, নিজাম বাউল, মিজান সৈয়দ, সৈয়দ সায়েক, নাজমুল হোসেন ও শপই ফকির প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিতদের মধ্যে ভিসাপ্রাপ্ত না হয়ে ভারতের ত্রিপুরা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়াটসঅ্যাপে শুভেচ্ছা জানান শাহ ইয়াছিন গবেষণা গ্রন্থাগার এর আহবায়ক ও ইয়াছিন উত্তরসূরি শাহ বদরুল জাকারিয়া, শাহ ইয়াছিন মাজার উন্নয়ন কমিটির সম্পাদক ও উত্তরসূরি ইমন চৌধুরী, শাহ ইয়াছিন স্মৃতি পর্ষদ, কেন্দ্রিয় কমিটির সভাপতি ও প্রধান উত্তরসূরি শাহ মকছুদুর রহমান মকছু, পরামর্শক নাট্যব্যক্তিত্ব অরিন্দম চক্রবর্তী ও কবি গোবিন্দ ধর প্রমুখ। এছাড়াও অসুস্থতাজনিতকারণে অনুষ্ঠানে আসতে না পারায় মুক্তপ্রাণ প্রকাশনীর অন্যতম পরামর্শক বিশিষ্ট লেখক-গবেষক অধ্যক্ষ রসময় মোহান্ত এর পাঠানো শুভেচ্ছা ছড়া পাঠ করে শোনানো হয়।
আড্ডায় ফিলিস্থিনের নির্যাতিত মানুষদের প্রতি বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তির সংঘবদ্ধ নিষ্পেষণের তীব্র নিন্দাসহ বিপর্যস্থ মানুষদের প্রতি সহমর্মিতা জানানো হয়। সর্বোপরি বাংলাদেশের জনমানুষদের সুখ-সমৃদ্ধি কামনাসহ সাম্য-শোভন দেশগড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে এক পর্যায়ে মো. মোজাম্মেল হককে সভাপতি ও মো. নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শুদ্ধপ্রাণ বাংলাদেশ এর শমশেরনগর শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। আড্ডায় অপর এক প্রস্তাবে আগামী কোন সুবিধাজনক সময়ে শাহ মফিজউদ্দিন মাজার কেন্দ্রে কমিটির প্রথম পরিচিতি সভা ও গীতিকবি উচ্চারউদ্দিন এর উপস্থিতিতে এক ঘরোয়া মরমি সংগীত আড্ডার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে শাহ ইয়াছিন-শাহ মফিজউদ্দিন-হাবিবা কাইউম-আনোয়ার ফকিরসহ উপস্থিত সকলের শুভ কামনায় দোয়ার ব্যবস্থা করা হয়। দোয়া পরিচালনা করেন শেখ মো. মাহমুদুর রহমান।