ছাতকে ছয় দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ তাজিদুল ইসলাম : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ছয় দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে ছাতক উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করেন সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
ছয় দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় মোট ৯ টি স্টল তৈরি করা হয়েছে। মেলায় উপজেলার প্রতিটি ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সুহরাব উদ্দীন।
ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেরা চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।