তাহিরপুরে মডেল মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মডেল মসজিদের কাজের ধীর গতির প্রতিবাদ ও দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নির্মাণাধিন মডেল মসজিদের সামনে উপজলার সচেতন নাগরিক সমাজ ও মুসল্লিগণ আয়োজনে সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আবু জহর হৃদয়
তাহিরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাজান মিয়া,তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক তোজাম্মেল হক নাশরুম,তাহিরপুর উপজেলা কৃষক দলের আহবায়ক লুৎফর রহমান,
বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।