কুলাউড়ায় প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামে প্রবাসী মানিক মিয়ার ৩২ শতক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মানিক মিয়ার দাবি, তিনি মধ্যপ্রাচ্যে কর্মরত অবস্থায় স্থানীয় কাইয়ুম মিয়ার কাছ থেকে জমিটি ক্রয় করেন। এরপর একই এলাকার প্রবাসী মশাহিদ আলী মিথ্যা মামলা দিয়ে জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় মশাহিদের স্ত্রী আলফা বেগম মৌলভীবাজার আদালতে একটি মামলা করেন। মামলায় মানিক মিয়ার স্ত্রী-সন্তানসহ চারজনকে আসামি করা হয়েছে। অভিযোগে মশাহিদের ভাই রাতিব আলীর নামও রয়েছে।
মানিক মিয়ার পরিবারের অভিযোগ, তারা অহেতুক হয়রানির শিকার। মশাহিদের মা আয়নু বেগমও জমির প্রকৃত মালিক হিসেবে মানিক মিয়ার নাম উল্লেখ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এ নিয়ে একাধিক সালিশ বৈঠকে মানিক মিয়ার পক্ষে সিদ্ধান্ত এলে ক্ষিপ্ত হয়ে আদালতের শরণাপন্ন হন মশাহিদ আলী।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মশাহিদ আলী আদালতে মামলা চলমান রয়েছে জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কুলাউড়া থানার এএসআই বাবুল মিয়া জানান, আদালতে মামলা চলমান রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।