নববর্ষের ঐক্য তান,ফ্যাসীবাদের অবসান এই শ্লোগানে তাহিরপুরে পহেলা বৈশাখ উদযাপন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : নববর্ষের ঐক্য তান,ফ্যাসীবাদের অবসান এই শ্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মঞ্চের সামনে মিলিত হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনা শেষে বৈশাখী গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও আদিবাসী সম্প্রদায়ের শিশু শিল্পীরা।
আনন্দ শোভাযাত্রায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাসেম,থানার অফিসার ইনচার্জ মো.দেলোয়ার হোসেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা জামায়াত আমীর রুকন উদ্দিন, ডাঃ মির্জা রিয়াদ হাসান,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ,বিএনপি নেতা সাইদুল কিবরিয়া,সদর ইউপি ওয়ার্ড সদস্য ও
উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাছরুম,জাহাঙ্গীর আলম,
উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল,সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না,ছাত্রদল নেতা রাব্বি, আবুল হাসনাত রাহুলসহ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর সভাপতিত্বে সভাপতিত্বে নববর্ষের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।