লুটনে ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানারা নাসের

মাহমুদুর রহমান তারেক : যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানারা নাসের (মমতা)।
মঙ্গলবার (২০ মে) লুটন বারা কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।
মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর এমি নিকলস।
লুটন কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে তিনি এই দায়িত্ব পেলেন।
আগামী এক বছর বাংলাদেশি অধ্যুষিত লুটন বারা কাউন্সিলে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি।
শাহানারা ক্ষমতাসীন লেভার পার্টির প্রার্থী হিসেবে ২০২৩ সালে সেইন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন।
তাঁর পৈত্রিক বাড়ি বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমকুনা গ্রামে।
তিনি লুটনের কমিউনিটি নেতা শাহ আবু নাসের সাজনের স্ত্রী ।
এ ব্যাপারে শাহানারা নাসের বলেন, কমিউনিটির মানুষ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। কাউন্সিলের সামগ্রিক উন্নয়ন এবং প্রতিটি সম্প্রদায়ের নাগরিকের সেবা করতে চাই আজীবন।