কোভিড-১৯: পর্তুগালে ১৫ থেকে ৩০ শে জানুয়ারি পর্যন্ত লকডাউন

মাত্র ৯৮লক্ষ জনসংখ্যার দেশ পর্তুগালে প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সেই সাথে মৃত্যুর হারও বাড়ছে।
দেশটিতে মোট ৫ লক্ষ ১২ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু বরণ করেন প্রায় ৮ হাজার ৪শত জন।
করোনা ভাইরাসের মহামারির সংক্রমণ রোধ করতে পর্তুগালের প্রধানমন্ত্রী শুক্রবার ১৫ জানুয়ারি থেকে আগামী ৩০ শে জানুয়ারি পর্যন্ত সারাদেশে ইমারজেন্সি অর্থাৎ লকডাউন ঘোষনা করেছেন।
এই সময় আগামীকাল থেকে সারা দেশে বন্ধ থাকবে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তবে খোলা থাকবে ফার্মেসি, গ্রোসারি শপ সহ জরুরী সেবা প্রধানকারী বিভিন্ন অফিস সমূহ।তবে অবস্থা বেগতিক হলে আরো কঠোর লকডাউন দেওয়ার বিষয়ে মত প্রকাশ করেছেন পর্তুগালের রাষ্ট্রপতি।