দ্বিতীয় বারের মত পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মার্সেলো

২৪ জানুয়ারি ২০২১ পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের ইতিহাসে এবারই প্রথম জরুরি অবস্থার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান ক্ষমতাসীন রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দ্যা সুসাও এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ২য় বারের মত রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাতজন প্রার্থী। তাদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো দ্যা সুসা (পিএসডি) আনা গোমেজ (পিএস) এন্ড্রে ভেনতুরা (সিএইস) মারিছা মেটিয়াস (বিই) জোয়াও ফেরেরা (পিসিপি) তিয়াগো গনসালভেস (আইএল) ও ভিটোরিনু সিলভা (আরআইআর) পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা সমুদ্রে ঝাপিয়ে পড়ে বিপদাপন্ন দুই নারীকে উদ্ধার করেছেন। সেই ভিডিওটি তখন নেট দুনিয়ায় ভাইরাল হয়।