পর্তুগালের পোর্তোতে করোনা ভাইরাসে দু‘জন আক্রান্ত

পর্তুগালে দুজন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। বর্তমানে আক্রান্ত দুজনকে পোর্তোর একটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া যাচ্ছে। জানা গেছে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দুজনের রিপোর্টের ফলাফল ইতিবাচক আসে। এদিকে অপর রোগীকে ডি সাও জোওও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল দশটা সাড়ে দশটার দিকে স্বাস্থ্যমন্ত্রী মার্টা টেমিডো,স্বাস্থ্য মহাপরিচালক গ্রাটা ফ্রেইটাসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে করোনা ভাইরাসে আক্রান্ত দুটি ইতিবাচক ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আক্রান্তদের মধ্যে একজন পুরুষ রোগী, যার বয়স ৬০ বছর। মন্ত্রী বলেন, আক্রান্ত এই রোগী সম্প্রতি ইতালি ভ্রমনে গিয়েছিলেন। ধারনা করা হচ্ছে সেখান থেকেই তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই রোগীকে পোর্তোর সান্টো আন্তোনিও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেছেন। এদিকে পর্তুগীজ সংবাদপত্র গুলো বলছে,৬০ বছর বয়সী এই আক্রান্ত এ রোগী সেন্ট্রো হসপিটালার ডো টেমেগা ই সউসার একজন চিকিৎসক।
এছারাও দ্বিতীয় রোগী সর্ম্পকে জানা গেছে তিনি ৩৩ বছর বয়সী। বর্তমানে তিনি পোর্তোর হাসপাতাল ডি সাও জোসোতে ভর্তি আছেন। জানা গেছে তিনি গ্রেটার পোর্তো এলাকার বাসিন্দা, স্পেনের এক নির্মাণ শ্রমিক। গত ২৬ ফেব্রুয়ারি তার প্রথম লক্ষণগুলি দেখা দিয়েছিল। হাসপাতালের চিকিৎসকরা ধারনা করছেন এই রোগী স্পেন থেকে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।