পর্তুগালে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,নথিভুক্ত হয়েছে ১১৭ জন

ইউরোপের অন্যান্য দেশগুলোর মত করে পর্তুগালেও করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। এখন পর্যন্ত পর্তুগালে নতুন করে করোনা ভাইরাস আরও দু‘জন আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। দেশটির স্বাস্থ্য অধিদফতর-জেনারেল অব হেলথ (ডিজি) জানিয়েছে সব মিলিয়ে আক্রান্তর সংখ্যা ৮জনে পৌছেছে। এছারাও সম্প্রতি আক্রান্ত হওয়া দু‘জনকে পোর্তোতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছারাও পর্তুগালের ৮টি কেসের মধ্যে সকলকে পোর্তো, কইমব্রা এবং লিসবনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বুধবারের পর্যন্ত পর্তুগালে করোনা ভাইরাস
সংক্রান্ত প্রকাশিত বুলেটিনে ডিজিএস জানিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৭ টি সন্দেহজনক মামলা নথিভুক্ত হয়েছে।