পর্তুগালে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বেলাল আহমদ : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা। শনিবার লিসবনের বাংলাদেশি স্পাইসী রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন করা হয়। পর্তুগাল ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আনসার আলী‘র সভাপতিত্বে সভায় ছাত্রলীগের লোগো এবং পতাকা খচিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুর“ হয়। এসময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনসার আলী বলেন “বাংলাদেশের ইতিহাস মানেই যে সংগঠন তা হল ছাত্রলীগ। ছাত্রলীগ এবং স্বাধীন বাংলাদেশ একে অন্যের পরিপূরক শব্দ।
এছারাও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সহ সভাপতি মামুন রশিদ ও যুগ্ন সাধারন সম্পাদক ইমরান হোসাইন, প্রধান বক্তা ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। এসময় বক্তারা বলেন,বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারীনিজ হাতে প্রতিষ্ঠা করেন এই এই সংগঠণ, এ সংগঠন বাঙ্গালীর মুখের ভাষা ফিরিয়ে দেয়ার পাশাপাশি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করে সকলকে এনে দিয়েছে লাল সবুজের পতাকা।
সভায় আরও ছিলেন দপ্তর সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো: শফিউল আলম, গণ সংযোগ সম্পাদক বাদল, পর্তুগাল আওয়ামী লীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, জামাল, পর্তুগাল ছাএলীগ নেতা বাপ্পি তালুকদার, সহ অনেকে। আলোচনা সভায় বক্তারা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।