পর্তুগাল প্রবাসী জামাল উদ্দিন এর দাফন সম্পন্ন

পর্তুগাল প্রবাসী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৫নং দক্ষিন শাহাবাজপুর ইউনোয়নে সুজাউল গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিন বৃহস্পতিবার ভোর রাত ৪টায় নিজ কর্মস্থলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বরন করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনির স্ত্রী এবং এক মেয়ে ও দুই ছেলে সন্তান নিয়ে পর্তুগালের ভিয়েনা দা কাস্তেলো বসবাস করতেন এবং ভিলা নোভা দো সার্ভেইরো শহরে কাজ করতেন। মহান আল্লাহ তার সন্তান ও পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুন। জামাল উদ্দিনের মৃত্যুতে পর্তুগালের পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পর্তুগাল প্রবাসী জামাল উদ্দিন এর দাফন সম্পন্ন আজ রোজ সমবার বিকেল ৩.৩০ মিনিটের সময় পর্তুগাল প্রবাসী প্রিয় জামাল ভাইয়ের যানাজার নামাজ অনুষ্ঠিত হয় ।
জানাজার নামাজ পড়ান পর্তুগাল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শেখ ফোয়াদ। জানাজা শেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবু সাইদ ।জানাজার নামাজের সময় পর্তুগালের কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।