পর্তুগাল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে একটি রেস্টুরেন্টে দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পর্তুগালের পোর্তো শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের নেতাকর্মীদের নিয়ে কেক কেটে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে । বর্তমান কমিটির আহবায়ক মামুন হাজারীর সভাপতিত্বে, পোর্তো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্যসচিব তাজুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা ইদ্রিস খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা পোর্তো নগরীতে মিছিল করেন। মিছিলটি নগর কমিটির নেতৃত্বে পোর্তো শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের শহীদ মিনারের কাছে মানবচত্বর প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন । সমাবেশে পোর্তো নগর কমিটির নেতা কর্মীরা দলের চেয়ারপারসনের মুক্তির দাবী জানিয়ে নেতাকর্মীদের রাজপথে থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পর্তুগাল জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে পোর্তো নগর কমিটি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সকল পর্যায়ের নেতাকর্মীর মূল বক্তব্য উঠে এসেছে - ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি, হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করার জন্য রাজপথে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন গড়ে তোলার । অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- পোর্তো বিএনপির সদ্য সাবেক সভাপতি: কাজল আহমেদ, সাবেক সভাপতি মির্জা কামাল হারুন, এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- লিটন কাইয়ুম ভূঁইয়া ।

সমাবেশে এবং আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পোর্তো বিএনপির মাহফুজ আলম সোহাগ, আজিজ আহমেদ, আরাফাত হোসেন, স্বপন সারোয়ার, মহিউদ্দিন, রাজু আহমেদ এবং আসিফ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

পোর্তো (বিএনপি) আহ্বায়ক জনাব ‘মামুন হাজারি’ তার সমাপনী বক্তব্যে "এই চলমান আন্দোলন, স্বৈরাচারী ভোট চোর হাসিনার পতন না হওয়া পর্যন্ত বেগবান করার উদাত্ত আহবান জানান"। অতিথি আপ্যায়ন এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হোসাইন রনি।