পর্তুগালে বিজয় দিবসে ভাগ বাটোয়ারা ও প্রহসনের নির্বাচন বন্ধ করার আহ্বান

পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তুতে বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয়ের ৫২ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে পোর্তু নগরীতে বিজয় শোভাযাত্রা বের করে পর্তুগালের পোর্তু শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিজয়ের শোভাযাত্রায় প্রহসনের নামে নির্বাচন বিরোধী বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম ও সাবেক প্রচার সম্পাদক মাহফুজুল আলম সোহাগের সঞ্চালনায় এবং পর্তুগাল বিএনপি'র সহ-সভাপতি ও পোর্তু বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান পোর্তু বিএনপির আহবায়ক 'মামুন হাজারী'র সভাপতিত্বে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন - প্রধান অতিথি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফিরোজ জামান এবং সদস্যসচিব মোঃ তাইজুল ইসলাম, পোর্তু বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারী, বিশেষ অতিথি মির্জা কামাল হারুন।
নেতাকর্মীরা প্রধান নির্বাচন কমিশনারের প্রতি ভাগ বাটোয়ারার এ প্রহসনের নির্বাচন বন্ধ করা আহ্বান জানান। সাথে দেশবাসীর কাছে ও উদাত্ত আহ্বান জানান প্রহসনের নির্বাচন বর্জন ও প্রতিহত করার জন্য। বরাবরের মতই পর্তুগাল জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে পোর্তো নগর কমিটি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। নেতাকর্মীদের বক্তব্যে উঠে এসেছে ‘গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি, হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাসহ জনগণের মানবিক মর্যাদা সুরক্ষা করার জন্য রাজপথে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলনে তারেক জিয়া হাতকে শক্তিশালী করে গনতন্ত্র ফিরিয়ে এনে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পোর্তো বিএনপি'র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম উদ্দিন লিটন, সাবেক প্রচার সম্পাদক মাহফুজ আলম সোহাগ, সাবেক অর্থ সম্পাদক আজিজ আহমেদ, বাদশা, স্বপন সরোয়ার, আরাফাত হোসেন, মহিউদ্দিন, রাজু আহমেদ এবং আসিফ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অতিথি আপ্যায়ন এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।