ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক পর্তুগাল পোর্তো শাখা বিএনপির
'ডামি' নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে 'বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপি'। গত বুধবার ২০ শে ডিসেম্বর দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে নতুন এই আন্দোলনের ডাক দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পর্তুগাল পোর্তো শাখা বিএনপি'র 'ডামি' নির্বাচন বর্জন, লিখা সংবলিত লিফলেট বিতরণ করা হয় ।
২৯ শে ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের আগে মানব চত্বরের সামনে পোর্তো শাখা বিএনপি আয়োজিত পথসভায় দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জন অংশগ্রহণ এবং 'ডামি' ভোটাভুটি শীর্ষক আলোচনায় পথসভায় অংশ নিয়ে নেতৃবৃন্দরা এ বিষয়ে কথা বলেন। পথসভায় অংশ নেয়া নেতাকর্মীরা ভোট বর্জন করে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানান। পথসভায় ৭ জানুয়ারি 'ডামি' ভোটের খেলা বর্জনে সকল প্রবাসীদের তাঁদের দেশে থাকা বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের সচেতনতা সৃষ্টির উদাত্ত আহ্বান জানানো হয়।
পোর্তো শাখা বিএনপি'র আহ্বায়ক ‘মামুন হাজারী’ তার বক্তব্যে বলেন "স্বৈরাচারী ভোট চোর হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই চলমান আন্দোলন আরো বেগবান করতে হবে"। তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আরো বলেন- দেশে-বিদেশে নির্বাচনের বিরুদ্ধে প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে হবে এবং ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকতে অনুরোধ জানান।
পথসভায় আরো বক্তব্য রাখেন পোর্তো শাখা বিএনপি'র সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম, কাজল আহমেদ, মীর্জা কামাল হারুন, নাজির আহমেদ, মোয়াজ্জেম হোসেন, কাইয়ুম উদ্দিন লিটন, মোঃ বাদশাহ, মাহফুজ আলম সোহাগ, আজিজ আহমেদ, স্বপন পাটোয়ারী, আরাফাত হোসেন, শহকত ইমাম, মহিউদ্দিন, সাইফুল ইসলাম, সিরাজ, কবির, আরিফ, এবং দিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।