পর্তুগাল সেন্ট্রাল বিএনপির নতুন আহব্বায়ক কমিটি প্রত্যাখ্যান পোর্তো বিএনপির
মোঃ জহিরুল হক, পোর্তো-পর্তুগাল: পর্তুগালের বন্দর নগরী খ্যাত দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোয় স্থানীয় একটি রেস্টুরেন্টে পোর্তো শাখা বিএনপির আয়োজনে "ঘোষিত নতুন আহ্বায়ক কমিটি ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস" উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। পোর্তো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক মামুন হাজারীর সভাপতিত্বে, আরাফাত হোসেনের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা ইদ্রিস খান।
এ সময় পোর্তো বিএনপির আহব্বায়ক কমিটিতে নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়। সদস্যরা হলেন - আজিজ আহমেদ , মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বাদশা, আরাফাত হোসেন, স্বপন পাটোয়ারী, মহিন উদ্দিন, হোসাইন রনি, সাইফুল ইসলাম এবং মনির আহমেদ মোল্লা। অনুষ্ঠানে নতুন আহবায়ক সদস্যবৃন্দদের পোর্তো বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
উদ্ভোদনী বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সেক্রেটারি ও বর্তমান আহ্বায়ক সদস্য 'কাইয়ুম উদ্দিন লিটন'। তিনি বলেন - নতুন ঘোষিত পর্তুগাল সেন্ট্রাল বিএনপির আহ্বায়ক কমিটিতে সিনিয়র নেতৃত্ব ও সিনিয়র সদস্যদের, প্রটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়নি। পদ বঞ্চিত হয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ। তুলনামূলক জুনিয়রকে পদ পদবী দিয়ে সিনিয়রদের অবমূল্যায়ন করা হয়েছে।
যারা বিগত ২৫ বছর যাবত পর্তুগালের মাঠে ময়দানে থেকে বিএনপির নেতা কর্মীদের খুঁজে খুঁজে বের করে সঙ্ঘবদ্ধ করেছেন । আজ তাঁরাই নিজ দলে অবহেলিত এবং পদ বঞ্চিত। আমরা মনে করি পর্তুগাল সেন্ট্রাল বিএনপি কিছু মুখোশধারী সুবিধাবাদী হাইব্রিডদের দ্বারা প্রভাবিত হয়ে অসংগতিপূর্ণ কমিটি গঠন করে পর্তুগাল বিএনপিকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন। যা মূল ধারার বিএনপির নীতির সাথে সাংঘর্ষিক।
আজকে আলোচনা সভায় আমরা পোর্তো বিএনপি এ বিতর্কিত 'পর্তুগাল সেন্ট্রাল বিএনপির আহব্বায়ক কমিটি' প্রত্যাখ্যান করছি এবং এ সিন্ডিকেট কমিটির সকল কার্যক্রমের সাথে দ্বিমত পোষন করছি। আলোচনা সভায় পর্তুগাল সেন্ট্রাল বিএনপি দায়িত্বশীল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দলের নেতা কর্মীরা বলেন- কাল বিলম্ব না করে এসব সুবিধাবাদী হাইব্রিড নেতাদের চিহ্নিত করে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন করে পর্তুগালের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে উন্মুক্ত আলোচনার মাধ্যমে একটি সার্বজনীন কমিটি গঠন করুন। তা না হলে অনেক সিনিয়র নেতৃবৃন্দ রাজনীতিতে নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। তখন এর দায়ভার আপনাদের উপর বর্তাবে। কারণ বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে এই মুহূর্তে দলে বিভাজন কারো কাম্য নয়। তাই যত দ্রুত সম্ভব বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জরুরি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠিতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক মামুন হাজারী। সাবেক সেক্রেটারি ও সদস্য সচিব- মোঃ তাজুল ইসলাম। সাবেক সভাপতি ও আহ্বায়ক সদস্য- মির্জা কামাল হারুন । সাবেক সেক্রেটারি ও বর্তমান আহ্বায়ক সদস্য নাজির আহমেদ এবং আহ্বায়ক কমিটির সদস্য পিন্টু প্রধান ।
পোর্তো শাখা বিএনপি'র আহ্বায়ক ‘মামুন হাজারী’ তার সমাপনী বক্তব্যে বলেন -পর্তুগাল সেন্ট্রাল কমিটি প্রটোকল অনুযায়ী পোর্তোর সিনিয়র নেতাদের মূল্যায়ন করা উচিত ছিল। বাংলাদেশ এখন ক্রান্তি কাল পার করছে এই মুহূর্তে নেতাকর্মীদের মধ্যে বিভাজন কারো কাম্য কারো নয়।
তিনি আরো বলেন - পর্তুগাল সেন্ট্রালে'র নতুন কমিটি ঘোষণা করার পর অনেকে হতাশা ব্যক্ত করেছেন আমার কাছে। নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই। তাই নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সিনিয়র নেতৃবৃন্দদের মূল্যায়ন এবং সক্রিয় নেতাকর্মীদের দিয়ে ঢেলে সাজানোর আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য যে, গত ১৩ই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পর্তুগাল নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
চরম অসন্তোষ এর কারণ হিসেবে জানা গেছে- উক্ত কমিটিতে সদস্য সচিব সহ গুরুত্বপূর্ণ পদে যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা ৯ জন স্থান পেয়েছেন । বিভিন্ন সংবাদ মাধ্যম এবং স্হানীয় নেতা কর্মীদের তথ্য মতে জানা যায়- তাঁরা আগে পর্তুগালে ছিলেন কিন্তু বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন।
অনেকেই প্রশ্ন তুলছেন ইউরোপ জোনের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন খোকনের দায়িত্বেই এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে । কোন নেতা কর্মী কোথায় অবস্থান করছেন বা বসবাস করছেন তা তিনি অবগত এবং এটি তার দায়িত্বের অধীনে । কিভাবে তিনি পর্তুগালের কমিটিতে যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা ৯ জনের স্থান করে দিলেন?
লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃদ্বয় দিয়ে পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করায় গত ১৩ মার্চ সন্ধ্যায় পর্তুগাল বিএনপির একাংশের নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।