পর্তুগালের পোর্তোয় ঈদের জামাত অনুষ্ঠিত
মোঃ জহিরুল হক : পোর্তো-পর্তুগাল: বাংলাদেশ কমিউনিটির অফ পোর্তোর উদ্যোগে খুব সুন্দর চমৎকার পরিবেশে এশিয়া এবং আফ্রিকার প্রায় তিন সহস্রাধিক মুসল্লী নিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য দেশের মতো পর্তুগালে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। পর্তুগালে বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে ও হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তোর সভাপতি 'শাহ আলম কাজল' এনটিভিকে বলেন- আলহামদুলিল্লাহ ! ওয়েদার খুব চমৎকার ছিল আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। তৃতীয়বারের মতো পোর্তোয় ত্রিনিদাত মেট্রো স্টেশনে একসাথে ঈদুল ফিতরের জামাত আদায় করতে পেরেছি। মুসলিম কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা সুন্দরভাবে একটি ঈদের নামাজ আদায় করতে পেরেছি ।
তার জন্য স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পবিত্র ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস খান । উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ অনেকে । সহস্রাধিক মুসল্লি নিয়ে সকাল ৭:৩০ মিনিটে লিসবন'র কেন্দ্রীয় জামে মসজিদে দু'টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে- আরিওস মসজিদে, বারেইরু মসজিদে, রেবলেইরো মসজিদে, নতুন আমাদরা ইসলামিক সেন্টারে, আয়েশা সিদ্দিকা মসজিদে, অদিভেলাসমসজিদে, হযরত হামজা (রাঃ) মসজিদে, পর্তু শহরে নতুন আলজেস জামে মসজিদে , কাসকাইস মসজিদে , অধিভেলাস মসজিদে, পর্যটন নগরী আলগারভ মসজিদে, মিল ফন্টেস মসজিদে , কুইমরা , মাদেইরা এবং সাগরকন্যা আছোরেস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।