পোর্তো শহরের প্রাণকেন্দ্রে প্রবাসীদের বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

মোঃ জহিরুল হক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্তুগালে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হয়েছে।
পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে ত্রিনিদাদ মেট্রো স্টেশন মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা সম্ভব হয়নি।
প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে পোর্তো শহরের প্রাণকেন্দ্র 'ত্রিনিদাদ মেট্রো স্টেশন: মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে।
'বাংলাদেশ কমিউনিটি পোর্তো'র প্রেসিডেন্ট 'শাহ আলম কাজল' বলেন- এ বছর মিনিসিপালিটির অনুমতি না থাকার কারণে সম্ভব হয় নি। তার বিকল্প হিসেবে এখানে 'প্রাসা দা বাটাল্লিয়ার' পাশে বাস্কেটবল ইনডোর স্টেডিয়ামে মুসলিম কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ আদায় করতে পেরেছি ।
তিনি স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে সহযোগিতার জন্য 'বাংলাদেশ কমিউনিটির' পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পবিত্র ঈদুল আজহার নামাজ পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস খান ।
পর্তুগালের লিসবনে 'মার্তিম মুনিজ' পার্কে ইউরোপের অন্যতম বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া ও পর্তুগালজুড়ে প্রায় শতাধিক স্থানে ও পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।
এতে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের সঙ্গে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরাও ঈদের জামাতে শরীক হন।