পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের চতুর্থ মেয়াদে দায়িত্ব পেলেন যারা
'পর্তুগাল বাংলা প্রেস ক্লাব'র ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এনামুল হক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মহি উদ্দিন।
শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মারতিম মনিজের একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভায় এক বছর মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি এস এম আজাদ (বাংলা টিভি), সহ-সভাপতি মনির হোসাইন (দৈনিক ইত্তেফাক) সহ-সভাপতি সমির দেবনাথ (আইটিভি ইউএস), যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ (মানবজমিন), যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল বাংলা টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজনেস আওয়ার ২৪.কম), অর্থ সম্পাদক জাহিদ কায়সার (প্রবাস কথা), প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ (ভোরের কাগজ), ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর. এ. ইহসান (নাগরিক টিভি) এবং নির্বাহী সদস্য রাসেল আহম্মেদ (এটিএন বাংলা), শহীদ আহমদ প্রিন্স (দৈনিক ইনকিলাব), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), সজিব হোম রয় (কালের কন্ঠ), সোহেল রানা (কাল বেলা), মোঃ জহিরুল হক (এনটিভি ইউরোপ), মোস্তফা কামাল আরিফ (দৈনিক আমার সময়), রাহিব ফয়সাল ও মোহাম্মদ আকবর চৌধুরী (ঢাকা মেইল.কম)।
বিদায়ী সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের পরিচালনায় সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে (সিলেকশন পদ্ধতি) কমিটি ঘোষণা করা হয়েছে।
নেতৃবৃন্দরা জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত পর্তুগাল সরকার নিবন্ধিত সংগঠন 'পর্তুগাল বাংলা প্রেস ক্লাব' এর আগে তিন মেয়াদে কমিটি দায়িত্ব পালন করছেন। চতুর্থ কমিটির মেয়াদ শেষে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে।