করোনার বিধিনিষেধের বিরুদ্ধে উত্তাল বার্সালোনা
স্পেনের বার্সেলোনায় দাঙ্গায় একাধিক দোকান লুটপাট করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার ৩০ অক্টোবর রাতে সহিংস দাঙ্গার সময় দুটি পোশাক ও ক্রীড়া সামগ্রীর দোকান লুট হয়। এই ভাঙচুর করা প্রতিষ্ঠানের মধ্যে একটি হ'ল ডেকাথলন ডেল বোর্ন ও ফুট লকার চেইন স্টোর। করোনা মহামারী পরিস্থিতির অবনতি হওয়ায় কাতালান সরকার গত শুক্রবার থেকে নতুন বিধি নিষেধ আরোপ করে ।
বিধি নিষেধ গুলোর অন্যাতম হল রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে, শুক্রবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত শহরে চলাচলে বিধিনিষেধ থাকবে, বার রেস্টুরেন্ট বন্ধ থাকবে তবে টেকওয়ে সার্ভিস চালু থাকবে ।
সামাজিক যোগাযোগ ও নেটওয়ার্কের মাধ্যমে ডাকা এই বিক্ষোভটি কেন্দ্রীয় ও কাতালান সরকারের দেয়া নতুন এসকল বিধিনিষেধের বিরুদ্ধে বার্সেলোনার প্লাজা সান্ট জৌমে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল এবং কিছু লোক স্থানীয় সরকারের পদত্যাগের আহ্বান জানিয়ে ব্যানার বহন করেছিল।
রাত দশটার পর কারফিউ শুরু হলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়, তখনই সংঘর্ষ শুরু হয়। পুলিশ ১৪ জনকে আটক করে। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী মিকেল সাম্পার জানান যে কাতালান পুলিশ অপরাধীদের সনাক্তে তদন্ত করছে।