করোনায় স্পেনে বাড়ছে মৃত্যুর মিছিল নতুন করে ১৭১ জনের মৃত্যু

স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। ইতালি, চীন, ইরানের পর করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে আছে ইউরোপের এ দেশটি। আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শেষ খবর পর্যন্ত স্পেনে মৃত ১ হাজার ২ জন। এছাড়া এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ২০ হাজার। করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৫৮৮ জন।
এদিকে আজ শুক্রবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের সময় স্পেনে বসবাসরত সকল মোসলমান কে একই সময়ে নিজ নিজ জানালা বা বেলকনি তে দাড়িয়ে আজান দেওয়ার অনুমতি দিয়েছে সরকার।এ আজানের মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা এবং দেশটিতে কর্মরত সাস্থ্যসেবা কর্মীদের প্রতি সহ মর্মীতা দেখানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
স্পেনে দ্বিতীয় পর্যায়ের জরুরী অবস্থা ঘোষণার পর দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সান্সেজ জাতির উদ্যেশ্য দেয়া ভাষনে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, কর্মচারী সহ ক্ষতি গ্রস্থ সকলের জন্য আর্থিক সহায়তা এবং করোনা সঙ্কট মোকাবেলায় অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিরসনে ২০০ মিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছেন যা স্পেনের জাতীয় বাজেটের ২০ শতাংশ এবং এটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসের বৃহত্তম অর্থনৈতিক সংস্থার একত্রীকরণ।