গৌরবময় ইসলামিক ইতিহাসের দেশ স্পেনে পবিত্র ঈদুল ফেতর উদ্যাপন ।

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামের গৌরবময় ইতিহাসের দেশ স্পেনের হাজার হাজার মুসলমান উদযাপন করেছেন পবিত্র ঈদুল ফেতর,করোনা মহামারির কারনে গত বছর ঘরেঘরে ঈদের নামাজ আদায় করলেও এবার জামাত অনুষ্ঠিত হয়েছে মাদ্রিদ-বার্সেলোনা - মালাগা- কানারিয়াশ ,লাস পালমা, বিলবাও সহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের মসজিদ ও খোলা মাঠে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুসল্লীরা একত্রিত হন উৎসবের আমেজে। গত ৯ মে রাষ্ট্রীয় জরুরী অবস্থা প্রত্যাহার করায় মোসলমানদের খুশির দিন টি হয়ে উঠে আরো আনন্দময়। মাদ্রিদের বায়তুল মোকাররাম, আল হুদা, শাহজালাল লতিফিয়া ফুলতলী , আল আমান, পুয়েন্তে দে বাজেকাস জামে মসজিদ সহ বিভিন্ন স্থানে প্রায় দশ হাজারের ও বেসী মুসল্লী নামাজ আদায় করেন। খোলা মাঠে জামাত আদায়ে জঠিলতা থাকায় এবারো মাদ্রিদের বেশিরভাগ মসজিদে সকাল সাড়ে সাত ঘঠিকা থেকে প্রতি ৪৫ মিনিট পরপর জামাত অনুষ্টিত হতে থাকে , সরকার প্রদত্ত বিধিনিষেধ মেনে শেষ জামাত অনুষ্টিত হয় সকাল সাড়ে দশটায়। তবে পুয়েন্তে দে বাজেকাসে স্বল্প পরিশরে খুলা মাঠে ১ টি জামাত অনুষ্টিত হয়েছে।
বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ এ মোট ৮টি জামাত অনুষ্ঠিত হয়। ১ম জামাত সকাল ৬.৪৫ মিনিটে এবং প্রত্যেক ৩০ মিনিট পরপর জামাত অনুষ্ঠিত হয়। ৭ম জামাত ১০.০০ টা এবং ৮ম জামাত অনুষ্ঠিত হয় ১০.৪৫ মিনিটে। ৭ম ও ৮ম জামাতে মহিলাদের জন্য জামাতের সু-ব্যবস্থা ছিল।
শাহজালাল জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত ৭.০০ টায় ২য় জামাত মসজিদের সামনে মাঠে ৭.৩০ মিনিটে এবং ৩য় জামাত ৮.৩০ মিনিটে মসজিদের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।
কূটনৈতিকদের সাথে ভেন্তাস মসজিদে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ নামাজ আদায় করেন, দূতাবাসের পক্ষ থেকে প্রথম সচিব মুতাসিমুল ইসলাম সহ
কর্মকর্তা বৃন্দ এবং মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপিতি এনায়েতুল করিম তারেক,সাবেক সভাপিতি আল মামুন, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর সহ সামাজিক রাজনৈতিক ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিরা বায়তুল মোকাররাম মসজিদে প্রথম জামাতে অংশ নেন, তারা স্পেন প্রবাসী এবং বিশ্ব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান।সাংবাদিক ,রাজনৈতিক,সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ একে অন্যের সাথে কুশল বিনিময় করেন।
খুতবা শেষে প্রতি মসজিদ এবং ঈদগাহ মাঠে বিশেষ মোনাজাতে মুসলিম জাহানের সুখ শান্তি সমৃদ্ধি কামনা, পিলিস্থিন সহ সারা বিশ্বে নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্ব্যেগ প্রকাশ করে মুসলিম উন্মাহ কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।