জাতীয় শোক দিবস উপলক্ষে স্পেনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে , স্পেনের মাদ্রিদে অনুষ্টিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন ।
গত ১৭ আগষ্ট স্থানীয় মেহমান খানা রেষ্টুরেন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামীলীগের প্রবীণ নেতা দুলালা সাফা, দবির তালুকদার ও জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় । পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ, সভায় বক্তব্য রাখেন শ্যামল তালুকদার, ফয়জুর রহমান, মনির হোসাইন, সায়েম সরকার,অসিম বিবেরু ক্রিস,নুর মোহাম্মদ রিপন, কাজী দেলোয়ার হোসেন। নজরুল ইসলাম, সিপন আহমেদ, সামসু মিয়া, যুবলীগ নেতা সাইফুল আলম সোহাগ সহ অনেকে।
সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শ থেকে শক্তি ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকল কে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তারা আরো বলেন ৭১ ও ৭৫ এর উত্তরসূরীরা এখনো বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশে ছড়িয়ে আছে, শোকের এ মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে।